Print Date & Time : 5 July 2025 Saturday 11:40 am

করোনা চলে গেলে ভারতের ভিসা প্রক্রিয়া সহজ হবে: দোরাইস্বামী

কুষ্টিয়া প্রতিনিধি:বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা যতো কমে আসবে ততোই বাংলাদেশীদের জন্য ভিসা সহজতর করা হবে। শহরের দিশা টাওয়ারের এ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি ভারত সরকারের দেয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে হস্তান্তর করেন। এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসা কেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ ব্যাপারে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এছাড়াও দোরাইস্বামী বাংলাদেশ ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিন দিন আরো উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শিল্পপতি কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাবু অজয় কুমার সুরেকা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাট্টি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সরোয়ার জাহান বাদশাহ এমপি, সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//