Print Date & Time : 10 May 2025 Saturday 1:42 pm

করোনা মোকাবিলায় হ-ব-র-ল অবস্থা

করোনা মোকাবিলা নিয়ে হ-য-ব-র-ল অবস্থা চলছে। যার ফলে লক ডাউনের নামে শুরু হয়েছে চোর-পুলিশ খেলা। সমাধান কিসে সংশ্লিষ্টরা তা বুঝতে পারছেন না।

চলমান লকডাউন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা রুখতে ভ্যাকসিনের বিকল্প কিছু নেই। যারা বা যে অঞ্চল ভ্যাকসিনেড সেসব স্থানে করোনার সংক্রমণ ও মৃত্যু হার প্রায় শূণ্যের কোঠায়।

যেমন, ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত করোনায় সংক্রমমিত হয়েছেন ৫২,৮০১ জন। মারা গেছেন ৮০১ জন। এবারের লকডাউন শুরুর প্রথম দিন ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২,২১,৯১৩ জন। মারা গেছেন ২০৭২ জন। এই পরিসংখ্যান সাক্ষ্য দিচ্ছে লকডাউন সংক্রমণ ও মৃত্যু হার কমাতে পারেননি।

সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারায় অকালে ঝরে গেছে অনেক জীবন। সেসব জীবনের দাম নিয়ে কোন কিছুর তুলনা চলে না। যারা করোনার ছোবলে চলে গেছেন, তারাও সঙ্গে করে কোন সম্পদ নিতে পারেননি, সম্পদের মোহে অথবা বেঁচে থাকার জন্য যারা করোনাকে উপেক্ষা করছেন, তারাও খালি হাতেই যাবেন।

কর্মে ফেরা দেশগুলো সবার আগে সুরক্ষা নিশ্চিত করেছেন। সবাইকে টিকার আওতায় আনার পাশাপাশি সেসব দেশে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হয়েছে। সবাইকে টিকা দিয়ে আমরা টিকা নেব- মুখে বললেও, মন্ত্রী-এমপিসহ টাকাওয়ালারা লাইন দিয়ে টিকা নিয়েছেন, হাসিমুখে ছবি ছেড়েছেন। কিন্তু যাদের শ্রম ও ঘামে, যাদের জন্য উনারা পরাক্রমশালী সেইসব সাধারণ মানুষ রয়েছেন ভিক্ষার টিকার অপেক্ষায়।

মাথাপিছু আয়ে ভারত, চীন থেকে এগিয়ে থাকা দেশের মানুষ প্রয়োজনে টাকা দিয়ে টিকা কিনতে পারবে। কিন্তু এদেশে সেটা সম্ভব নয়। কারণ যারা টিকা আনবেন তারা রয়েছেন ঘুমিয়ে।

এখানে স্বর্দি-জ্বরের পরীক্ষাতেও দু-পাঁচ হাজার টাকা চলে যায়। বিদ্যুৎ, গ্যাস এমনকি রান্নার তেলের ভুতও চুষে নেয় কয়েক হাজার অতিরিক্ত টাকা। সেখানে হাজার খানেক টাকায় টিকা কেনার সামর্থ্য অবশ্যই আমরা রাখি। সে সুযোগ না থাকায় ‘আল্লাহর মাল আল্লা নিয়ে গেছেন’ এই শান্তনা বাণী মেনে আকাশের দিকে মুখ করে থাকতে বাধ্য হচ্ছি।

অনিয়মের সংবাদ ছাপলে সাংবাদিকের হাতে হাতকড়া ওঠে। টাকা দিয়ে টিকা আনতে না পারার বিজ্ঞাপন দিতে খরচ করি সাড়ে চারশ কোটি টাকা। পরামর্শকের মতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর দায়ও হয়তো গরিবের পেটের দোষ বলে চাপিয়ে দেওয়া হবে। অথচ কোষাগার বৃদ্ধির জন্য গরিব মারার এ উদ্যোগকে কেউ খালি চোখে দেখতে পাবে না।

ভায়েরা আমার, দু:খ ভারাক্রান্ত মন নিয়ে আজ বলতে হচ্ছে, যার যার প্রাণ সেই সেই সামলান। আপনার মৃত্যু রাষ্ট্রের কাছে একটি সংখ্যামাত্র হলেও আপনার ও আপনার পরিবারের জন্য তা পুরো পৃথিবী। দয়া করে কেউ করোনাকে অবহেলা করবেন না। সবাই সচেতন থাকুন।