চট্টগ্রাম প্রতিনিধিঃ কর্ণফুলী উপজেলার উত্তর চরলক্ষ্যা ইউনিয়নে দুই প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন যাবত বন্ধ থাকা চলাচলের রাস্তা অবশেষে উন্মুক্ত করে দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার।
ইউপি চেয়ারম্যানের বিচক্ষণতা ও সার্বিক হস্তক্ষেপে অবশেষে ভুক্তভোগী লোকজনের জন্য চলাচলের রাস্তা উন্মুক্ত করা হয়। এতে দীর্ঘ কয়েক বছর ধরে চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার মৌলানা আব্দুল হালিম ও সামশুল আলম এর বিরোধ মিমাংসা করা হয়।
নানা সালিশ বিচারে বিষয়টি মিমাংসা না হওয়ায় অতীতে এই চলাচলের জায়গা ও নালা নিয়ে মারামারি ও মামলা চলে পর্যন্ত গড়িয়েছিল।
গত বুধবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার নিজেই স্পটে গিয়ে দুই পক্ষের লোকজনের সাথে কথা বলে, চলাচলের রাস্তা দেখে, স্থানীয় মেম্বারদের সাথে কথা বলে তাৎক্ষণিক বিষয়টি নিষ্পত্তি করেছেন। পাশাপাশি তিনি উপস্থিত থেকে চলাচলের রাস্তা উন্মুক্ত করে ভবিষ্যতে যাতে এ নিয়ে আর সমস্যা না হয় তাঁর দিকনির্দেশনাও দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তাটি পাকা করে দেবেন। এতে দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে উভয়কে মিলিয়ে দেন বলে জানিয়েছেন একই এলাকার স্থায়ী বাসিন্দা ছাত্রনেতা নূর মোহাম্মদ নাঈম।
তিনি আরো জানান, ‘তাঁরা পূর্বের দিনের ন্যায় প্রতিবেশী হিসেবে মিলে-মিশে থেকে একে অপরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। চেয়ারম্যান দু’পক্ষের মধ্যে সুন্দর একটি সমাধানের সৃষ্টি হয়।’
এ বিষয়ে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার জানান, বিষয়টি অবগত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে এসেছি, উভয় পক্ষকে একত্রিত করে চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করা হয়েছে। দু’পক্ষের আন্তরিকতা ও সোহার্দপূর্ণ ও ভালো ব্যবহারের অভাবেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা উভয়পক্ষকে একত্রিত করতে সক্ষম হয়েছি। এটা আহামরি কিছু নয়, সামাজিক দায়িত্ব বলা যায়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post