চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রামের কর্ণফুলীতে পিতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছয় ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এতে দুই মামলায় সৎ ভাইয়ের ৭ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে দু’পক্ষের দুইজন বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দু’টি দায়ের করেছেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত (২০জ জুলাই) দুপুরের দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাষ্টারহাট এলাকায় সোনা মিয়া হাজীর বাড়িতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি, ভাঙচুর ও মারামারি হয়। এতে অন্তত পাঁচ জন আহত হন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন বলে এজাহারে জানায়।
এ ঘটনায় হারুনুর রশীদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন আসামিরা হলেন আলমগীর কবির (৪০), আনিছুর রহমান (৩০), রবিউল হাসান (৩১)।
অন্যদিকে ইকবাল আল ফারুক বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন। এতে ৪ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন ইব্রাহিম ফারুক (৫৫), হারুনুর রশীদ (৫০), হাসান মুরাদ (৪৫) এবং সাখাওয়াত রহমান (২৩)। সর্বশেষ আসামি ছাড়া বাকি ছয় জনেই শিকলবাহা মাষ্টারহাট এলাকার হাজী আবদুর রহমানের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মারামারিতে জড়িত দুইপক্ষই আলাদাভাবে থানায় মামলা করেছেন। মামলা তদন্তে আইও নিয়োগ করা হয়েছে। অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুলাই-২০২২//