Print Date & Time : 5 July 2025 Saturday 1:20 pm

কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও দুমড়ে মুচড়ে গেছে সিএনজি অটোরিকশাটি।

রবিবার (৩০ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক টোল বক্সে এলাকায় এ দূঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে ক্যালসিয়াম যুক্ত একটি অজৈব উপাদান (চুন) নিয়ে দক্ষিণ পাড়ের উদ্দেশ্যে যাচ্ছিেলন ট্রাকটি। পথিমধ্যে শাহ আমানত তৃতীয় সেতুর টোল প্লাজা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টমেট্টো-১৩ সিরিজের একটি সিএনজিটির ওপর উঠে পড়ে। এতে গাড়িটি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, ‘ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে একটি সিএনজি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাক ও ক্ষতিগ্রস্ত সিএনজিটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//