Print Date & Time : 30 August 2025 Saturday 4:23 am

কর্ণফুলীতে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে চলছে কুটির শিল্প মেলা

চট্টগ্রামের কর্ণফুলীতে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার মেয়াদ গত সোমবার শেষ হলেও এখনো মেলার কার্যক্রম চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যদিও শর্ত সাপেক্ষে ০১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন মেলার সময় অনুমতি দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

মেলা অনুমতির সময় প্রশাসনের পক্ষ থেকে ২১টি শর্ত বেঁধে দিলেও মেলা কতৃপক্ষ এখন কোন শর্তই মানছে না। গতকাল সন্ধ্যায় মেলায় গিয়ে দেখা যায়, মেলাতে এখনো চলছে মাইকিং। বিক্রি হচ্ছে বিভিন্ন পণ্য বাড়ছে মানুষের ভীড়। ফলে, সৃষ্টি হচ্ছে রাস্তায় যানজট। এছাড়াও সন্ধ্যার পরে বহিরাগত লোকজনের আনাগোনা বাড়ার অভিযোগ রয়েছে।

শর্ত সাপেক্ষে বেঁধে দেওয়া হলেও একটির বেশি নেই প্রবেশপথ, নেই দর্শনার্থীদের তল্লাশির ব্যবস্থা,নেওয়া হয়নি অগ্নি দূর্ঘটনা রোধে ব্যবস্থা।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, মেলার মেয়াদ ছিল ১০ অক্টোবর পর্যন্ত। মেলায় লটারি বা কোনো প্রকার জুয়া বন্ধসহ মোট ২১টি শর্ত দেওয়া হয়। কাগজপত্রে মেয়াদ শেষ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, মেলার অনুমতির মেয়াদ শেষ হলেও কেন সেখানে এখনো মেলা চলছে খবর নিব। আমাদের অফিসার পাঠাবো ও মেলা আয়োজক কমিটিকে থানায় ডাকা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ//