চট্টগ্রামের কর্ণফুলীতে ফিশিং জাহাজ এফভি মাগফেরাত ডুবির ঘটনায় ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার করা করেছে।
সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কর্ণফুলীর নদীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুল, রহমত আলীসহ ৪ জনের লাশ পাওয়া গেছে। আরও ২জন নিখোঁজ রয়েছেন।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে একটি ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজে থাকা ১৫ জন নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৬ জন নিখোঁজ ছিলেন। আজ সকালে জাহাজের ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ-থানা পুলিশ বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।’
জা// দেশতথ্য// ১৩ অক্টোবর ২০২২//

Discussion about this post