চট্টগ্রাম প্রতিনিধিঃ কর্ণফুলীতে বিদ্যুতের মিসকল ভেল্কিতে অতিষ্ট সাধারণ গ্রাহক। ঘণ্টার পর ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
দিনে রাতে একই পরিস্থিতি বিরাজ করছে। এতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শিশু ও আবালবৃদ্ধবনিতা।
আবার কখনো কখনো দেখা যাচ্ছে মিস কল আদলের লোডশেডিং। সরকারের শতভাগ বিদ্যুতায়নকে কলঙ্কিত করতেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা ঠুনকো অজুহাতেই ঘণ্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখছেন বলে অভিযোগ গ্রাহকদের।
শিকলবাহার আলমগীর কবির বলেছেন, ঘন্টায় ২০ বারের মত লোডশেডিং কিন্তু প্রতি মাসের শেষে বিলে দেখা যায়, মিটার রিডিং অন্য মাসের চেয়ে এ মাসেই বেশি। অথচ ২৪ ঘন্টায় টানা বিদ্যুৎ থাকে না। ফলে, উপজেলার ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধের পথে। ২০১৬ সালের মতো মইজ্জ্যারটেকে আবারো আন্দোলনে যেতে হবে মনেহয়।
জুলধা করাত কলের শ্রমিকেরা বলছেন, এভাবে লোডশেডিং অব্যাহত থাকলে গোটা পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।
চরপাথরঘাটার অটো রিক্সা চালক মোহাম্মদ সেলিম জানান, সারাদিন রিক্সা চালিয়ে রাতের বেলায় ভাড়া বাসায় থেকেও ঘুমাতে পারছি না। সারা রাত বিদ্যুৎ এর ভেলকিবাজি।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিদ্যুৎ কর্তৃপক্ষ একটানা লোডশেডিং দিলে তাতে তাদের কোন আপত্তি নেই। কিন্তু ঘন্টায় অর্ধশতাধিকবার লোডশেডিং কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না বলে জানা তারা।
কাঁচামাল ব্যবসায়ী সালাম জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘন ঘন লোডশেডিং করলেও মাসের শেষে বিল লেখে যায় অন্যমাসের চেয়ে দ্বিগুণ। আজাদ নামে এক গ্রাহক বলেন, সাধারণ পরিবারের একজন গ্রাহকের বিদ্যুৎ বিল ৬০০ টাকা থেকে ১২০০ টাকা হয়ে যাচ্ছে। এটা দেখার কেউ নেই। ইচ্ছে মতো যা খুশি করে যাচ্ছে পিডিবি বিদ্যুৎ অফিস।
কর্ণফুলীতে দায়িত্বরত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মোঃ আবু সালেহ বলেন, “জুলধা বিদ্যুৎ কেন্দ্রের যেখান থেকে ৩৩ কেভির লাইন আসতেছে ওখানে ভোল্টেজ লো হয়ে যাওয়ায় বারবার লাইন বিচ্যুত হয়ে যাচ্ছে। লাইন চালু হলে সব ফিডার গুলো এক সাথে বিদ্যুৎ টেনে নেয়। তখন আবারো লো ভোল্টেজে লাইন চলে যায়। মিল কারখানা ইন্ডাষ্ট্রিজ ও বেশি কর্ণফুলীতে। এ কারণে জেনারেশন সমস্যায় উপজেলার সবদিকে বিদ্যুৎ এর সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি মইজ্জারটেক সাব স্টেশনে জুলধার লাইনটি সংযোগ দিতে।”
এ ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পটিয়ার নির্বাহী প্রকৌশলী (বিতরণ বিভাগ) ইসমাইল হোসেন বলেন, জ্বালানী সঙ্কটের কারণে সারাদেশে বিদ্যুৎ এর সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি এ সমস্যা থেকে উত্তরণ হতে। আশা করি শিগগিরই এ সমস্যা কেটে যাবে।
আর//দৈনিক দেশতথ্য//২৫ আগষ্ট-২০২২

Discussion about this post