চট্টগ্রাম প্রতিনিধিঃ কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নে বিনামূল্যে ২৫০ জন ক্ষুদে শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড়উঠানের সান সাইন প্রি- ক্যাডেট স্কুল ও বড়উঠান এইচ. এ.খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক সংগঠন লাইফবোট ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করেন।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই উদ্যোগে সহায়তা করেন নগরীর কুলগাঁও সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান। মহতি এ কাজের উদ্বোধন করেন সান সাইন প্রি- ক্যাডেন্ট স্কুলের অধক্ষ এমদাদুল্লাহ খান (রিহাদ)।
সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত দুই স্কুলের প্রায় ২৫০ শিক্ষার্থী রক্ত পরীক্ষা করে গ্রুপ নির্ণয় করে ফলাফল তুলে দেওয়া হয়।
রক্তের গ্রুপ জানতে আসা স্কুল শিক্ষার্থীরা বলেন, সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করলাম। প্রথমে ভয় পেয়েছিলাম। কাজটি সহজ। বড় হয়ে মানুষকে রক্ত দেব বলে প্রতিজ্ঞা করলাম।
লাইফবোট ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল উল আজম বলেন, ‘রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি।
বড়উঠান এইচ. এ. খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিলি দে বলেন, পড়াশুনার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবসেবার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকশিত হয়। তাদের মধ্যে মানবপ্রেম জাগ্রত হয়। তরুণদের এ কর্মসূচি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
দৈনিক দেশতথ্য//এল//