Print Date & Time : 4 July 2025 Friday 4:00 pm

কর্ণফুলীতে সনদে বাধ্যতামূলক হচ্ছে ‘কিউআর কোড’

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে দিন দিন জায়গা জমির দাম বাড়ার সাথে সাথে একাধিক প্রতারক চক্র ও ভূমিদস্যুরা জমির পরিমাণ কম বেশ করতে জাল জালিয়াতির আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ডের চুল চেরা বিশ্লেষণ ধরা পড়ছে একাধিক জাল দলিল, ওয়ারিশ সনদ ও নানা প্রত্যয়ন পত্র।

এতে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এ অবস্থার পরিবর্তনে এবার সনদের গায়ে কিউআর কোড (QR Code) বসানো বাধ্যতামূলক করছে উপজেলা প্রশাসন। যার মাধ্যমে যে কোনো ব্যক্তি এখন সহজেই স্ক্যান করে সনদ আসল, না নকল সে সম্পর্কে জানতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

তিনি জানিয়েছেন, এখন থেকে কর্ণফুলীর পাঁচ ইউনিয়ন পরিষদের সকল সনদ ও প্রত্যয়ন ইস্যু করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে সকল সনদে কিউআর কোড স্ক্যান যুক্ত থাকবে। ফলে এর মান সম্পর্কে সহজেই নিশ্চিত হতে পারবেন। ১ লা ফেব্রুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে কার্যকর করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ থেকে ইতোপূর্বে ইস্যু করা ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ ও সনদ গ্রহণকারী ব্যক্তি-প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে কিউআর কোড সম্বলিত নতুন সনদ নিতে আহ্বান করা হয়েছে।

বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘জাল জালিয়াতি করে আইনি প্রক্রিয়াকে যারা জটিল করে ফেলেতেছেন তাদের প্রতারণা ঠেকাতে কিউআর কোড সম্বলিত সফটওয়্যার চালু করা হয়েছে। ফলে, এখন থেকে কিউআর কোড স্ক্যান করে সনদের মান ও সঠিকতা নিশ্চিত হতে পারবেন।’

অন্যদিকে, উত্তরাধিকার সনদ সংক্রান্ত সব ধরনের জালিয়াতি রোধকল্পে সারাদেশে ই-নামজারিতে অনলাইন উত্তরাধিকার সনদ যাচাই ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এজন্য ই-নামজারি পদ্ধতির সঙ্গে অনলাইন উত্তরাধিকার সনদ প্রদান পদ্ধতির (প্রত্যয়ন) আন্তঃসংযোগ স্থাপন করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//