Print Date & Time : 11 May 2025 Sunday 3:42 am

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবকলীগ নেতা খুন

চটগ্রামের কর্ণফুলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক রমজান আলী খুন হয়েছে।

এ খুনের ঘটনায় শহিদুল ইসলামকে প্রধান আসামি করে সিএমপির কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

শুক্রবার (১৭ জুন) বিকেল তিনটায় পরিবারের পক্ষে এ মামলা দায়ের করেন নিহত রমজানের ভাই মোহাম্মদ আলমগীর।

মামলার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। 

হত্যা মামলার আসামিরা হলেন-চরপাথরঘাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ইছানগর গ্রামের শহিদুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ, মোঃ রাশেদ, আবুল কালাম, আরিফুল ইসলাম দুখু, প্রধান আসামির পিতা শফিউল আলম ও বিজয়সহ অজ্ঞাত আরো ৪/৫ জন।

মামলার বাদি আলমগীর বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি। তাতে ৭ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েকজনকে।

ওসি দুলাল মাহমুদ বলেন, রমজান খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় ইছানগর গ্রামের ভাসুর গোষ্ঠী এলাকায় নিহত হন রমজান আলী (৩৯)।

জানা যায়, স্থানীয় এক মেম্বারকে ভোট দেওয়া নেওয়া নিয়ে তর্কাতর্কির জের ধরে রমজানকে ধাওয়া দিয়ে ছুরিকাঘাত করেন উল্লেখিত আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আর//দৈনিক দেশতথ্য//১৭ জুন-২০২২//