জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কর্ণফুলীর জুলধায় জমি উদ্ধার করে নিয়ন্ত্রণে নিয়েছেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা বলে । এতদিন ধরে জমিটি অবৈধ ব্যক্তির দখলে ছিলো। পরে জমি উদ্ধার করে সেখানে জমির তফসিল উল্লেখ করে বাংলাদেশ সরকারের নামে একটি সাইনবোর্ড ও লাল পতাকা টাঙানো হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এ অভিযান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শওকত জামান, জুলধার তহসিলদার আহমদ নুর, সিএমপি কর্ণফুলীর পুলিশের চৌকস টিম।
জুলধার তহসিলদার আহমদ নুর জানান, এ জমি উদ্ধারের ঘটনাটি কেঁচো কুড়তে সাপ বের হবার মতো। কারণ ১৪৫ ধারার একটি মামলা তদন্ত করতে গিয়ে নজরে আসে জমিটি দু’পক্ষের কারো নয়। এটি সরকারি জমি। পরে এসিল্যাণ্ড স্যারকে জানানো হয়।
ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, অবৈধ দখলদারদের দখলে থাকা খাস পুকুর ও ভিটা জমি মিলিয়ে ৫৭ শতক জমি উদ্ধার করেছি। অবৈধ দখলে থাকা সব ধরনের জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, এ যাবত ১৩ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। জনবল সংকট থাকা সত্ত্বেও উপজেলা ভূমি অফিস ধারাবাহিক ভাবে সরকারি সম্পত্তি উদ্ধার করে যাচ্ছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post