নিজস্ব প্রতিবেদকঃ
কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে (এইচএসসি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে (সাধারণ ও বিএমটি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মামুনুর রশীদ।
এ সময় তিনি কলেজের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানিয়ে ইউএনও বলেন, বিশ্বপরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। আর এ জন্য চাই দক্ষ ও আলোকিত মানবসম্পদ।
তরুণ শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে কলেজের প্রদত্ত সুযোগ-সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহারের আহ্বান জানান ইউএনও মামুনুর রশীদ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কলেজের শিক্ষার মানোন্নয়ন উপ- কমিটির আহবায়ক মো. নজরুল ইসলাম চৌধুরী, অর্থ উপ-কমিটির আহবায়ক মো. ফোরকান উদ্দিন।
উক্ত কলেজের ইংরেজি বিভাগের প্রধান শামীম আকতার চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গর্ভর্নিং বডির সদস্য, সৈয়দ জালাল আহমেদ রুম্মান, ডা. ফারহানা মমতাজ, ইন্দ্রজিৎ কর,নাজমা বেগম, মো. জাফর ইকবাল, মো. ইলিয়াস, এইচএম হারুন অর রশিদ, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, অর্থিনীতি বিভাগের প্রধান শফিকুর রশীদ,শিক্ষক পরিষদের সম্পাদক এইচ এম আবু ওবায়দা প্রমুখ।
এছাড়াও অত্র কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//