Print Date & Time : 5 July 2025 Saturday 10:04 am

কর্ণফুলী নদী থেকে নিখোঁজ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ মোহাম্মদ ইমদাদ উল্লাহ’র (৬৫) মরদেহ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস।

রবিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে রাঙ্গুনিয়ার পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ডের কাজীর বাজার সংলগ্ন কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমদাদ উল্লাহ ওই এলাকার মৃত আবদুল হকের ছেলে।

জানা যায়, রবিবার ভোরে নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন এমদাদ উল্লাহ। তাকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে নিখোঁজ এমদাদ উল্লাহ’র মরদেহ নদী থেকে উদ্ধার করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় নদী থেকে নিখোঁজ এমদাদ উল্লাহ’র মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য///এস//