Print Date & Time : 20 April 2025 Sunday 5:24 am

কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলনের উৎসব

বিশ্ব বঙ্গ সম্মেলনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান দেখতে আজ শনিবার মানিকতলা মেন রোড জন অরণ্যে পরিণত হহয়েছিল।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, পৌর প্রতিনিধি স্বপ্না দাস, ডিজাস্টার ম্যানেজমেন্টের জয়েন্ট সেক্রেটারী স্বপন মল্লিক, বাংলাদেশের সঙ্গীত শিল্পী মৃণাল সরকার ও জননেত্রী এবং সমাজসেবিকা শ্রীমতী শ্রেয়া পান্ডে।

অনুষ্ঠানে দর্শক উপস্থিতি দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশ্ব বঙ্গ সম্মেলনের এসব অনুষ্ঠান কাকুড়গাছির বড় পার্কে করার জন্য তারা অনুরোধ করেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত দুদিনে প্রায় ২৫০ টি শাড়ি, ছোটদের জামা প্যান্ট এবং ২০০ পিস স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সমাজ সেবিকা শ্রেয়া পান্ডে এসব সামগ্রী মানুষের হাতে তুলে দিয়েছেন। এ সময় তিনি বলেন বিশ্ব বঙ্গ সম্মেলন গর্বিত একটি নাম।

এবি//দৈনিক দেশতথ্য //আগস্ট ১২,২০২৩//