গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা দলীয় কার্যালয়ে দলীয় সভায় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়ে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন মাওলানা মুফতি মো. হাবিবুর রহমান। সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা মো. মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট জেড এম কাওছার ও মৌলভী মো. মাহবুবুর রহমান।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা মো. মনিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন হাফেজ মো. জুবায়ের। আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির ৬ জন নেতার নাম ঘোষণা করা হয়েছে। বাকিদের নাম ঈদের পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল সূত্র।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মাওলানা মোঃ. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটির দায়িত্বশীলরা আগামী দিনে উপকূলীয় এ উপজেলায় চাঁদাবাজি, দখল বাজি সহ সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিয়ে সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় সকল সংস্কার শেষ করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে আগামীতে ইসলামী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইসলামী মূল্যবোধ ও আদর্শে রাষ্ট্র পরিচালিত হবে।’