গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দুইটি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশকের দোকান এবং বিএনপি কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, আগুন দেখে তারা দ্রুত ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানঘর, মালামাল এবং আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, ‘‘ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’’

Discussion about this post