Print Date & Time : 13 July 2025 Sunday 9:33 am

কলাপাড়ায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোফরান পলাশ, কলাপাড়া: ‘শত সংগ্রামে অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ ২৩ জুন শুক্রবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বিকেল পাঁচটায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা সহ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সভা শেষে ১৫ আগষ্ট ঘাতকদের বুলেটে স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এসএম রাকিবুল আহসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দৈনিক দেশতথ্য// এইচ//