রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. রবিউল আউয়াল অন্তর এবং মো. বনি আমিন সিফাত।
বক্তারা অভিযোগ করেন, ইউএনও রবিউল ইসলাম কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের তহবিল এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ কয়েক কোটি টাকা চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা অভিযোগ করেন, ইউএনও নিয়মিত অফিস করেন না এবং দায়িত্ব পালনে গাফিলতি করছেন। ইউএনও’র দুর্নীতির তদন্ত করে তাকে অপসারণ ও আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Discussion about this post