গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় ৯০০ পিস ইয়াবাসহ আল-আমিন খলিফা (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির গোয়াল ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন একই এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘ আল-আমিন খলিফাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।