গোফরান পলাশ, কলাপাড়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে ‘রাতের আঁধারের ভোট’, ‘আওয়ামীলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে’ এবং বর্তমান সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান কে ‘রাজাকার পুত্র’ বলে বেফাঁস মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমানকে দল থেকে বহিস্কারের দাবিতে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের উদ্যোগে অব্যাহত ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় মহিপুর শেখ রাসেল ব্রীজের নিচে মহিপুর থানা ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্দোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জামাল হাওলাদারসহ নেতাকর্মীরা। এসময় বক্তারা নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য ও দলীয় এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি করেন।
এর আগে শুক্রবার (৭ এপ্রিল) বিকালে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও তাঁতি লীগের নেতাকর্মীরা।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুবলীগ নেতা ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার প্রমূখ।
এ সময় বক্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন কর ও দলীয় এমপি কে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যর দায়ে অবিলম্বে মাহবুবুর রহমানের বিরুদ্ধে দলীয় শাস্তি নিশ্চিতের দাবি করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//