Print Date & Time : 28 July 2025 Monday 4:18 pm

কলাপাড়ায় খালের অবৈধ জাল অপসারন

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পাখীমারা খালের অন্তত: ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল অপসারন করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন।

শুক্রবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা খাল থেকে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র সদস্যদের সহযোগিতায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে এসব জাল পুড়িয়ে ধ্বংস করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন জানান, মাছ শিকারে যে সকল জেলেরা চায়না দুয়ারী জাল ব্যবহার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এরা ঘন ফাঁসের জাল দিয়ে দেশের মৎস্য সম্পদ প্রতিনিয়ত বিনষ্ট করছে

দৈনিক দেশতথ্য//এইচ//