Print Date & Time : 31 July 2025 Thursday 8:00 am

কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার ভোর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। সবচেয়ে দুর্ভোগে পড়ে নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার বেলা ১০ টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

শুক্রবার সকাল থেকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরে এক ঝলক দেখা মেলে সূর্যের। একটু পরেই ফের মেঘাচ্ছন্ন হয়ে যায় আকাশ।

এদিকে গুঁড়ি বৃষ্টির কারনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে শীত কালীন সবজি চাষীরা। অতি কুয়াশা ও ঘন বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন উপকূলের তরমুজ চাষীরা। এই অবস্থা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

দৈনিক দেশতথ্য//এইচ//