Print Date & Time : 23 August 2025 Saturday 7:49 pm

কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে জনগোষ্ঠীর সুরক্ষায় মাঠ মহড়া

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় করনীয় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শেষ বিকালে উপজেলা প্রশাসনের মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় মহড়ার মাধ্যমে ঘূর্নিঝড়ের আগাম সাড়াদান এবং ঘূর্নিঝড় চলাকালীন সময়ে মাঠ পর্যায়ে বাস্তব প্রয়োগ বিষয় করনীয় বিষয় ফুটিয়ে তোলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিপির অতিরিক্ত সচিব ও পরিচালক আহমাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারী সংস্থা কর্ডএইডের প্রজেক্ট ম্যানেজার আবু নাঈম ও কলাপাড়া উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক আছাদুজ্জামান খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা সিপিপি টিম লিডার মো. মোতালেব ফকির, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির,সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট সহ শতাধিক সিপিপির সদস্যরা।