Print Date & Time : 17 July 2025 Thursday 12:28 pm

কলাপাড়ায় ঘূর্ণিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শেষ বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস প্রজেক্টের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে গুডনেইবার প্রজেক্টের কলাপাড়া প্রোগাম ম্যানেজার রাজিব বিশ্বাসের সঞ্চালনায় মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, সিপিপি উপজেলা টিম লিডার মোঃ মোতালেব ফকির, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট প্রমূখ।

উপকুলীয় এলাকায় দুর্যোগ প্রবণ সময় জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায়ে ব্যাক্তি, পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ যান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//