গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম বাবুলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় চেয়ারম্যান বাবুলের মুক্তির দাবিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওহাব গাজি, হাফেজ, শামিম মৃধা ও রাহিমা সহ পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ শত শত এলাকাবাসী অংশগ্রহন করেন।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে জনপ্রিয় ওই চেয়ারম্যানকে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন।
উল্লেখ্য, বুধবার শেষ বিকালে ঢাকার একটি মামলায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Discussion about this post