পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুরে সৎ চাচার নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের (৪৫) হাত, পায়ের রগ কর্তনের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে সৎ চাচা সুমন হাওলাদারসহ চার পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে এ বর্বরোচিত হামলা করে। এসময় সন্ত্রাসীরা হালিমের বাম হাত এবং ডান পায়ের রগ কেটে দ্রুত সটকে পড়ে।
ঘটনার পর স্থানীয়রা হালিম হাওলাদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডাঃ এম সায়েম পুনম জানান, ভিকটিম হালিম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান জানান, জমি জমার বিরোধের জের ধরে চাচা সুমন ও রাসেল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতোপূর্বে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে।এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post