গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা, পৌরসভা ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আজ শনিবার (২০মে) দুপুরে এ বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল ইসলাম আশিক তালুকদারের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মুহিববুর রহমান মহিব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ।
ছাত্রলীগের এ বিশেষ কর্মী সভার উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহিবুর রহমান এমপি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চক্রান্ত শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগকে শক্ত অবস্থানে থেকে আগামী দিনে কাজ করতে হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগে কোন সন্ত্রাসী, মাদকাসক্ত ও দুর্নীতিবাজদের স্থান নেই। ছাত্রলীগকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে রাজপথ দখলে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।’
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post