Print Date & Time : 7 September 2025 Sunday 10:35 am

কলাপাড়ায় ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্ত জেলেরা পেল সহায়তার চাল

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের সদস্যরা পেল সহায়তার চাল।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত ২৪ জন জেলে পরিবারের সদস্যদের মাঝে ৩০ কেজি করে সহায়তার চাল তুলে দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ ত্রাণ কর্মকর্তা এম মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মি. স্বপন কুমার।

উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা এম মোকছেদুল আলম বলেন, গত ১৮ আগষ্ট ২০২৫ ও ২৬ আগষ্ট ২০২৫ তারিখে সমুদ্রে ২টি ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জন জেলে পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।