Print Date & Time : 12 July 2025 Saturday 6:01 am

কলাপাড়ায় তাঁত শিল্প মেলা শুরু

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা।

সোমবার দুপুরে বেলুন উড়িয়ে এ শিল্প মেলার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

এ সময় বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল আহসান, প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, মেলা ঘিরে তাঁতের দোকান, খাবার দোকান ও কসমেটিক্সের দোকান সহ ৫৪ টি স্টল বসেছে। দেশজ তৈরি বিভিন্ন বাহারী পন্য পরিচয় করিয়ে দেয়ার জন্যই এ মেলার আয়োজন করেছে ব্যবসায়ী সমিতি।

দৈনিক দেশতথ্য//এইচ//