গোফরান পলাশ, কলাপাড়া: কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানায় রিটার্নিং অফিসার কর্যালয় সূত্র।
নির্বাচনী প্রচারনার পথসভায় অসংলগ্ন, অশালীন বক্তব্য প্রদান এবং মোটর শোভাযাত্রা নিয়ে প্রচারনায় অংশ নেয়ায় তাদেরকে এই আদেশ দেয়া হয়েছ।
চতুর্থ ধাপের ৫ই জুন অনুষ্ঠিতব্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচার, প্রচারনায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ন হয়ে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন।
আচরন বিধি লংঘনের অভিযোগে তিন চেয়ারম্যান প্রার্থী, দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ১ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছে ইসি।
অভিযুক্তরা মুচলেকা দিয়ে লিখিত অঙ্গীকার করায় তাদের সতর্ক করে অভিযোগ থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেয় ইসি।
কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার (ঘোড়া প্রতীক), সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা (দোয়াত কলম) এবং যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ (আনারস)। ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী (চশমা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল (টিউবওয়েল), পৌর কৃষকলীগের সম্পাদক আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল (বই)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মলি (কলস), উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারিভিন সীমা (সেলাই মেশিন), মোসা: রাশেদা বেগম (ফুটবল) মোসা: লাইজু হেলেন লাকি (হাঁস)।
এদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে থাকলেও বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেয়নি এ নির্বাচনে।
রিটার্নিং অফিসার মিজানুর রহমান জানান, কলাপাড়া-রাঙ্গাবালী দুই উপজেলায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ২ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ২১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ র ্যাব, পুলিশ, কোষ্ট গার্ড, বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবে।
কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুইটি পৌরসভার ভোট সংখ্যা ২ লাখ ১ হাজার ১৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৩, মহিলা ভোটার ৯৯ হাজার ১৪৯।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post