গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এমন প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রায়’ মঙ্গলবার সকাল দশটায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাশেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন।
প্রথম রাউন্ডে ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল রাউন্ডে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন পুরুস্কার লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুলের বিতার্কিক দল। শ্রেষ্ঠ বক্তার পুরুস্কার লাভ করে একই স্কুলের শিক্ষার্থী সালসাবিল রাইয়ান।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজয়ীসহ সকল প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুল খালেক, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

Discussion about this post