গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার রাত ১১ টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া নদী থেকে মাটি কাটার সময় ভেকু মালিক মো. রাশেল সিকদারকে এ জরিমানা করা হয় ।
এ সময় একটি ভেকু, একটি পল্টন ও ” জিদনী এন্ড সিয়াম “এন্টারপ্রাইজ নামের একটি ট্রলার জব্দ করে থানায় সোর্পদ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহম্মেদ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. শরিফ হোসেন জাকির বলেন, জব্দকৃত ভেকু, ট্রলার ও পল্টনটি তার জিম্মায় রাখা হয়েছে।

Discussion about this post