গোফরান পলাশ, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ নভেম্বর) সন্ধ্যার পরে পৌর শহরের কলাপাড়া বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি, সাবেক কাউন্সিলর মো. এমরান বিশ্বাস, গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, কামরুজ্জামান কাজল তালুকদার, ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী মোঃ সুলতান, মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক বলেন, দীর্ঘ ১৬ টি বছর প্রকাশ্যে বিএনপি’র কোন কার্যক্রম করা যায়নি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস ফেলতে পারছি। দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে এবিএম মোশাররফ হোসেনকে জয়যুক্ত করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।