গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাসের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে প্রেস ক্লাবের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু’র সভাপতিত্বে ও সম্পাদক অমল মূখার্জীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টু, সাংবাদিক এনামুল হক, গোফরান পলাশ, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ প্রমূখ।
এ সময় বক্তারা প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের কর্মময় জীবনের নানান স্মৃতি নিয়ে আলোচনা করেন। সভা শেষে মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে মরহুমের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে অংশ নেন প্রেসক্লাবের সদস্যরা।
প্রসঙ্গত, ২০১৯ সালে বার্ধক্যজনিত কারণে সাংবাদিক রফিক বিশ্বাস মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।