Print Date & Time : 12 May 2025 Monday 10:23 am

কলাপাড়ায় প্রান্তিক জেলেরা পেল ইলিশ শিকারের জাল

গোফরান পলাশ, কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক জেলেদের মাঝে ইলিশ শিকারের জাল ও বিকল্প কর্মসংস্থানের জন্য গরু বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ধূলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে মৎস্য অধিদপ্তরের সহায়তায় ৯৬ জন জেলের মাঝে ইলিশ শিকারের জাল এবং বিকল্প কর্মসংস্থানের জন্য ৩২ টি গরু বিতরন করা হয়েছে। 

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক জেলেদের মাঝে এ জাল ও গরু বিতরণ করেন। 

এসময় কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমূখ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৭, ২০২৪//