Print Date & Time : 10 May 2025 Saturday 6:04 pm

কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণিল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, এসি ল্যান্ড মোঃ আবু বক্কর সিদ্দিকী, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ মোঃ মনজুরুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। পুষ্প স্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিশেষ আলোচনা সভা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে সাতটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও বর্ণাঢ্য রাজনীতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//