Print Date & Time : 29 July 2025 Tuesday 4:25 pm

কলাপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

গোফরান পলাশ, কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায়  ধুলাসার বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বেলা ১২ টায় ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দীন কলেজ,  ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়, জালাল উদ্দীন দাখিল মাদ্রাসা ও রাইজিং সান ইংলিশ এন্ড বাংলা মিডিয়াম স্কুল’র  বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করলেন ফ্রেশ গ্রুপ অব কোম্পানিজ’র চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান সিআইপি।

 আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার প্রমূখ। 

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৮,২০২৪//