গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৪০) বাস চাপায় নিহত হয়েছেন।
গত মংগলবার (১৫ অক্টোবর) কলাপাড়া -কুয়াকাটা সড়কের সিক্সলেন সংলগ্ন এলাকায় কুয়াকাটা -বরিশালগামী রুদ্র- তুর্য্য -৪৩ বাস তাকে চাপা দেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করার পর পাঁচদিন চিকিৎসাধীন থেকে শনিবার (১৯ অক্টোবর) রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
সে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ কিংবা মামলা করতে আসেনি। তবে বিষয়টি তিনি অবগত আছেন বলে উল্লেখ করেন।

Discussion about this post