Print Date & Time : 5 May 2025 Monday 10:50 am

কলাপাড়ায় বিএনপি’র ইফতার মাহফিল

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আ: রহমান ফরাজি, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আ:আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আ:জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান সহ কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//