গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানো নিয়ে বাক বিতণ্ডার জেরে সৃষ্ট সংঘর্ষে বিএনপি’র সহযোগী সংগঠনের দুই নেতা আহত হয়েছেন।
শুক্রবার রাতে পৌরশহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঈদ বাজারে কেনা কাটা করতে আসা সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌরশহরের এতিমখানা এলাকায় ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানো নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল মৃধার সাথে যুবদল নেতা কালামের বাক বিতণ্ডা হয়। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে যুবদল নেতা কালাম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল মৃধা আহত হন। আহতদের মধ্যে কালাম রক্তাক্ত জখম হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
টিয়াখালী ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মো. জসিম প্যাদা জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার আজ এটি মিলমিশ করে দিয়েছেন। এ সময় তাদের হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এছাড়া এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।