Print Date & Time : 26 October 2025 Sunday 12:44 am

কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর দান।

শুক্রবার সকাল নয়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়।

উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নর-নারী। এসময় তারা দক্ষিনাঞ্চলের সবচেয়ে বেশি ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোষাক, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়া পটুয়াখালী ও বরগুনার ১০জন ঠাকুরকে চিবর দান স্বরুপ নতুন পোশাক প্রদান করা হয়। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরনে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়।

তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর এ উৎসব চলবে।