Print Date & Time : 21 July 2025 Monday 9:42 pm

কলাপাড়ায় ‘মন্ত্রী কাপ’ নাইট ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ‘মন্ত্রীকাপ’ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় রয়েল ব্যাচ-২০০০ এর উদ্যোগে প্রথম বিভাগ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, পটুয়াখালী জেলা প্রশাসক নুর-ই- কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কলাপাড়া মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ,কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির প্রমূখ।

মন্ত্রী কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আরাফাত হার্ডওয়ার লালুয়া একাদশ ১-০ গোলে বাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//