গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): ডেঙ্গু মশা নিধনে মশার ঔষধ স্প্রে কার্যক্রম শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা।
আজ শনিবার সকাল ১১টার দিকে পৌরসভা চত্বরের ড্রেনে ঔষধ স্প্রে করে এ মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা কার্তিক চন্দ্র হাওলাদার, কনজারভেন্সি পরিদর্শক মো. নুরুল হক তালুকদার প্রমূখ।
কলাপাড়া পৌরসভার প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, ডেঙ্গু মশা নিধনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ঔষধ স্প্রে করা হবে।
আজ থেকে ড্রেন গুলোর ময়লা পরিষ্কার করে পর্যাপ্ত মশার ঔষধ স্প্রে করা হবে। নাগরিক সেবা নিশ্চিতে পৌরসভার কার্যক্রম অব্যাহত থাকবে।
১৪.রাজশাহীতে পূজা মণ্ডপের ব্যানার ছেঁড়ায় মানসিক প্রতিবন্ধি আটক
মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর চারটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শাহ মখদুম কলেজের সামনে (তালাইমারি রোড সংলগ্ন) এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম নাম দেল মোহাম্মদ (৬০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ তশোপাড়া এলাকার লাহারের ছেলে। তবে তিনি মানসিক প্রতিবন্ধি বলে জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ জানায়, পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের ব্যানার ও কাপড় ছিঁড়ে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন দেল মোহাম্মদকে ধাওয়া করে। পরে আলুপট্টি মোড় এলাকায় ধরে মারধর শুরু করে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। ১০-১৫ মিনিট পরে জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে তিনি তার নাম দেল মোহাম্মদ (৬০) বলে জানান।
তাৎক্ষণিক সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী দল উপস্থিত হয়। পূজা কমিটি ও স্থানীয় লোকজন তাকে পুলিশ বিজিবি সেনাবাহিনীর হাতে তুলে দেন।পরে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদের উপস্থিতিতে মন্দির কমিটির নিকট লিখিত নিয়ে আটক ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ওসি মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেল মোহাম্দমকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাকে সুস্থ মস্তিস্কের মনে হয়নি। তিনি বলেন, কথাবার্তা বেশ অসংলগ্ন মনে হচ্ছে । প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তার মানসিক কোন সমস্যা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Discussion about this post