Print Date & Time : 19 July 2025 Saturday 7:02 pm

কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এটি হত্যা না অন্য কোন ঘটনা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।