গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে একুশের প্রথম প্রহরে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। পরে একে একে বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় শহীদ মিনার চত্বরে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, এসিল্যান্ড মোঃ আবু বক্কর সিদ্দিকী, ওসি মোঃ জসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এদিকে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বাদ জোহর ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post