Print Date & Time : 5 July 2025 Saturday 4:16 pm

কলাপাড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ শাখার উদ্বোধন

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের তৃতীয় উপ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১:০০ টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারের নিউমার্কেটে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক এবং ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি, প্রধান অতিথি হিসেবে উপ-শাখাটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, স্থানীয় ব্যবসায়ী, সুধীজন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//