Print Date & Time : 15 May 2025 Thursday 10:06 pm

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর সিক্সলেন সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে সাইদুর রহমান (৩৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

এসময় তার অন্ত:স্বত্ত্বা স্ত্রী সানজিদা আক্তার (৩২) ও শিশু আরিয়ান (৪) গুরুতর জখম হয়। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইদুর পাশ্ববর্তী আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইদুর রহমান নীজ মোটরসাইকেল যোগে তার স্ত্রী ও শিশু সন্তান নিয়ে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে আমতলী উপজেলার নিজ গ্রাম চলাভাঙ্গায় যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের সিক্সলেন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মহিষ বোঝাই একটি মিনি পিক-আপের সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর জখম হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পৌঁছলে চিকিৎসক রাত ১২টার পর সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত শিশু আরিয়ানকে বরিশাল থেকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

দৈনিক দেশতথ্য//এইচ//