Print Date & Time : 23 August 2025 Saturday 3:53 am

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. জাবের (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কের পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু জাবের উপজেলার লতাচাপলী ইউনিয়নের হুইচান পাড়া গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। সে পাখিমারা এলাকায় নানা মো. ফারুক হোসেনের বাড়ীতে বেড়াতে আসছিল। পথিমধ্যে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।