Print Date & Time : 31 July 2025 Thursday 12:42 pm

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় নবাগত ইউএনও মোঃ রবিউল ইসলামের সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও মোঃ রবিউল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা ও পরামর্শ দিলে অত্র উপজেলার উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা সহজ হবে। একসময় আমি চলে যাব, আপনারা এর সুফল ভোগ করবেন।’

দৈনিক দেশতথ্য//এইচ//